Top News

ভূরুঙ্গামারীতে ৯ ফুট অজগর: গ্রামবাসীর তৎপরতায় উদ্ধার”

 



রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাসানী বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে পুকুরপাড় থেকে ৯ ফুট লম্বা এক অজগর সাপ ধরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের তৎপরতায় সাপটি জীবিত অবস্থায় ধরা সম্ভব হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে নিরাপদে নিয়ে যায়। স্থানীয়রা জানান, এত বড় সাপ তারা আগে দেখেননি। বন বিভাগ বলছে, বর্ষার কারণে বন্যপ্রাণী মানববসতিতে ঢুকে পড়ছে, তবে অজগর সাধারণত ক্ষতি করে না। শিগগিরই সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post