Top News

কালাইয়ে সরকারি চাল বিক্রির চেষ্টা, তিনজনকে জরিমানা | Daily Bogra

 


জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ভিডব্লিউবি) প্রকল্পের সরকারি চাল অবৈধভাবে বিক্রির চেষ্টা চলছিল— এমন খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে ৬৬৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনজনকে আটক করা হয়। এরা হলেন— ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জব্দ করা চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।

ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে আমরা অভিযান চালিয়েছি। জব্দ  করা চাল স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলছে।”

Post a Comment

Previous Post Next Post