Top News

হিলি সীমান্তে ভারতে প্রবেশের মূহুর্তে তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী আটক | Daily Bogra



মোঃ আলী মর্তুজা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

গতকাল বুধবার (২২ অক্টোবর) বিজিবি টহলদল  অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিক ( তৃতীয় লিঙ্গ) আটক করেছে বিজিবি।

হিলি সিপি বিওপির কমান্ডার টহল কমান্ডার জেসিও- ৯২১৯ সুবেদার আব্দুস সাত্তার জানান, তিনি সহ সাথে আরও  ০৫ জন বিজিবি সদস্য সহ  সীমান্ত পিলার ২৮৫/৩- এস হতে   ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাসুদেবপুর নামক স্থান হতে বাংলাদেশ নাগরিক মোছাঃ সোহানা (তৃতীয় লিঙ্গ-২৬), পিতা- মিজান মিয়া,গ্রাম- চা বাগান,পোস্ট+থানা- জয়দেবপুর জেলা- গাজীপুর কে গত ২২ অক্টোবর  তারিখে সন্ধ্যা ৭:১৫ মিনিটে  আটক করেন। মোছাঃ সোহানা দালালের মাধ্যমে হিলি রেলওয়ে ষ্টেশন এলাকায় এসেছিলো সীমান্ত পার হওয়ার জন্য।

তার সাথে কিছু মালামাল ছিলো,সেগুলো জব্দ করে আসামি কে আজ (২৩ অক্টোবর) হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।

জব্দ কৃত মালামাল সমূহ:

samsung galaxy s10+ -০১ টি,চার্জার- ০১ টি,বক্স পাওয়ার ব্যাংক- ০১ টি।ইয়ারফোন- ০১ টি,বাংলাদেশি ১০০০ টাকার নোট ০১ টি,বাংলাদেশি ৫০০ টাকার নোট ০২ টিভারতীয় রুপি ৫০০ টাকার নোট ০৬ টি

উক্ত আসামিকে অবৈধ প্রবেশের দায়ে হাকিমপুর থানার হস্তান্তর পূর্বক একটি নিয়মিত মামলা রুজ করা হয়েছে। মামলা নংঃ ০৯।

তারিখঃ ২৩/১০/২০২৫

Post a Comment

Previous Post Next Post