গোলাম রববানী স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেলা-ধূলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মাদ্রাসার হলরুমে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী হাফসা খাতুন বলেন, বর্তমান সভাপতি শিক্ষা অনুরাগী। তিনি সম্প্রতি সময়ে জাঁকজমকপূর্ণ ভাবে অভিভাবক সমাবেশ করেছেন। যা আগে আমরা এরকম দেখেনি। আজকে আমাদের টিফিন বক্স ও খেলার সামগ্রী দিয়েছে এতে আমরা খুবই খুশি।
অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বলেন, সম্প্রতি সময়ে আমাদের মাদ্রাসা পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তার দিকনির্দেশনা ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়ের পরামর্শে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছেন এবং অভিভাবকদের সাথে আলোচনা করছেন।আজ সভাপতির নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন ব্যতিক্রমি উদ্যোগে খুশি শিক্ষক কর্মচারী ও এলাকার সচেতন মানুষ।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক কর্মচারীদের পরামর্শ করেছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকাদের হোম ভিজিট এর পরামর্শ দিয়েছি। দুপুরে টিফিনের পরে উপস্থিত শিক্ষার্থীরা যেন বাড়িতে যেতে না পারে এবং তাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত আজকে টিফিন বক্স ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে।
গোলাম রববানী
স্টাফ রিপোর্টার
০১৭৭৪১৯৮২৭২

Post a Comment