আলী মুর্তজা সরকার হিলিঃ
দিনাজপুরের হাকিমপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় বহুদিনের পলাতক আসামি ও চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ছালিমা ওরফে ছালমা ওরফে নাজমা ওরফে সেলিনা (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনের ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া একটি মামলায় ১ বছরের সাজার ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ। ছালিমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার গ্রেফতারের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।
গ্রেফতারকৃত ছালিমা মৃত আছের আলীর মেয়ে এবং শাহীনের স্ত্রী।
পুলিশ জানায়, তার স্থায়ী ঠিকানা জেলার হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন সময়ে নিজের পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন নামে ছদ্মবেশ ধারণ করে জয়পুরহাট সদর থানার বিভিন্ন এলাকায় পলাতক ছিল।
মাদক সংক্রান্ত এসব মামলায় দীর্ঘদিন ধরে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল ছালিমা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে এএসআই দিপু চন্দ্র, এএসআই বিবেকানন্দ ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদর থানা এলাকা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ছালিমাকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
আলী মুর্তজা সরকার
হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment