Top News

ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর চাঁন মিয়াকে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর সহায়তা | Daily Bogra

 


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর কৃষক চাঁন মিয়ার পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি। গত বুধবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি'র নজরে আসে। এরপর তার নির্দেশে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন শেষে আসিফ সিরাজ রব্বানী সানভি তার নিজস্ব তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর কৃষক চাঁন মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার নিমগাছি কোদালাপাড়া গ্রামের ষাটোর্ধ চাঁন মিয়া গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩ টার দিকে প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে উঠে তার গোয়াল ঘরে আগুন দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা ২টি গাভী ও ১টি বাছুর গরু পুড়ে মারা যায়। অগ্নিকান্ডে গবাদিপশু হারিয়ে দিনমজুর চাঁন মিয়া দিশেহারা হয়ে পড়েন।

Post a Comment

Previous Post Next Post