Top News

জয়পুরহাটে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন | Daily Bogra


মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 

জয়পুরহাটে সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ডিলাররা। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলার আহ্বায়ক মো. রবিউল ইসলাম, পাঁচবিবির সদস্য সচিব আব্দুল মোতালেব, ক্ষেতলালের আহ্বায়ক মো. সাজ্জাদুল ইসলাম, কালাইয়ের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ও আক্কেলপুরের সদস্য সচিব আহসান হাবিব।

বক্তারা বলেন, দেশে কৃষি উন্নয়নে বিএডিসি বীজ ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সম্মিলিত নীতিমালা ২০২৫ অনুযায়ী তাদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

Post a Comment

Previous Post Next Post