Top News

জয়পুরহাটে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। Daily Bogra

 


মোঃ জাহিদুল ইসলামজ জয়পুরহাটঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর ) জয়পুরহাটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, মজলিসে শুরা সদস্য, জয়পুরহাট জেলা শাখা । প্রভাষক মাওলানা মোঃ সাইদুর রহমান, ভারপ্রাপ্ত আমীর, জয়পুরহাট শহর শাখা । এবং মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি, জয়পুরহাট শহর শাখা।

বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দল-মত নির্বিশেষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ন্যায়, নীতি ও আদর্শের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা বলেন, সাংবাদিক সমাজের সহযোগিতা ছাড়া সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

Post a Comment

Previous Post Next Post