মোঃ জাহিদুল ইসলামজ জয়পুরহাটঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর ) জয়পুরহাটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোস্তাফিজুর রহমান, মজলিসে শুরা সদস্য, জয়পুরহাট জেলা শাখা । প্রভাষক মাওলানা মোঃ সাইদুর রহমান, ভারপ্রাপ্ত আমীর, জয়পুরহাট শহর শাখা । এবং মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি, জয়পুরহাট শহর শাখা।
বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দল-মত নির্বিশেষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ন্যায়, নীতি ও আদর্শের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা বলেন, সাংবাদিক সমাজের সহযোগিতা ছাড়া সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

Post a Comment