Top News

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে পালিত হলো কবি আযাদ কামালের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানDailyBogra

 


-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সময়ের সাহিত্যকণ্ঠ'র সম্পাদক বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি আযাদ কামালের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে স্বকাল পরিষদ টাঙ্গাইলের আয়োজনে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে কবি অনীক রহমান বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এডভোকেট নীহার সরকার।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, এফপিএবি- কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, সত্তর দশকের অন্যতম কবি মাহমুদ কামাল, অধ্যাপক বাদল মাহমুদ, বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন ও বেগম রোকেয়া ইসলাম। 

অনুভূতি প্রকাশ করেন অনুষ্ঠানের মধ্যমণি কবি আযাদ কামাল। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা কবি আযাদ কামালকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 


কবি আযাদ কামালকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক স্বকাল পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল। আরও বক্তব্য রাখেন নাট্যজন আলী হাসান, নজরুল গবেষক ও প্রাবন্ধিক আল রুহী, প্রাবন্ধিক ড. আলী রেজা, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, অধ্যাপক সোলায়মান হোসেন সায়েম, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম, কবি রহমান শিবলু, সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন, ছড়াকার দীপক পাল, গবেষক মামুন তরফদার, নাট্যাভিনেতা মীর নাসিমুল ইসলাম সেলিম, অধ্যাপক জহিরুল ইসলাম বুলবুল, দৈনিক প্রগতির আলো-সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, সাপ্তাহিক কালের স্বর-সম্পাদক শামসুজ্জামান জামান, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, সাহিত্যামোদী মো. শরীফুল ইসলাম, নজরুল পরিষদ, টাঙ্গাইলের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া, সংগীতশিল্পী মেহেদী হাসান পলাশ, নাট্যকর্মী বজলুর রহমান প্রমুখ।


উল্লেখ্য যে, শিক্ষা-সাহিত্য, সম্পাদনা ও সাংস্কৃতিক সংগঠন পরিচালনাসহ বিভিন্ন শাখায় অবদান রাখা কবি আযাদ কামাল-এর জীবন ও কর্ম নিয়ে ৭২জন লেখক/কবির লেখা প্রকাশিত একটি উৎসব-সংকলন 'মধ্যগগনপ্রভা'-এর মোড়ক 

উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে একটি করে গ্রন্থ উপহার হিসেবে প্রদান করা হয়। 

কবি আযাদ কামালের কবিতা থেকে আবৃত্তি করেন স্বরস্রোত একাডেমির পরিচালক সৈয়দ সাইফুল্লাহ, শব্দকথন একাডেমির পরিচালক রাশেল আদনান, আবৃত্তিশিল্পী আরিফ আহমেদ ও তাবাসসুম আরেফিন ছন্দা। নিবেদিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী, খালিদ শামস ও লিয়াকত আলী মোল্লা। 

কবি আযাদ কামালের ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ে কবি আযাদ কামালের কবি হয়ে উঠার গল্পসহ তাঁর সাহিত্য সংশ্লিষ্ট কার্যক্রমের অতীত-

বর্তমান নিয়ে সকলের আলোচনায় কবিকে আরও চমৎকারভাবে সকলের কাছে উপস্থাপিত করে তোলে। অনুষ্ঠানে কবি আযাদ কামাল তাঁর বক্তৃতায় ৫০ তম জন্মদিনে তাঁর প্রতি সকলের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এজন্য তিনি আবেগাপ্লুত হয়ে উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা-শুভকামনা-

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেষে কেককাটা এবং অতিথি আপ্যায়নের মাধ্যমে এই সফল আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Post a Comment

Previous Post Next Post