এম জালাল উদ্দীন,খুলনা:
খুলনায় পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপসে রেজিস্ট্রেশন ও গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এবং ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নিজ নিজ দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিমসহ জেলা প্রশাসন খুলনার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা পোস্টাল ভোট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Post a Comment