Top News

পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিতDailyBogra

 



পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় এনজিওগুলোর চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও স্যানিটেশন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সকল এনজিওকে নিয়মিত সভায় উপস্থিত থেকে কার্যক্রমের অগ্রগতি তুলে ধরার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post