আলী মুর্তজা সরকার,
হিলি, দিনাজপুর প্রতিনিধি
মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইনুল ইসলাম (২৫) কে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার ৩ জানুয়ারি টাতে জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে,হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত আসামী মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। আদালতে রায়ের পর থেকে সে আত্মগোনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় তাকে জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।আজ রোববার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আলী মুর্তজা সরকার
হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment