Top News

সহস্রাব্দের প্রথম দশকের কবি আযাদ কামাল একজন পরিপূর্ণ সাহিত্য-সারথীDaily Bogra

 


-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


কবি আযাদ কামাল একজন সাহিত্য সংগঠক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী পরিপূর্ণ সাহিত্য সারথী। 

কলেজে শিক্ষকতার পাশাপাশি টাঙ্গাইল জেলার একমাত্র সাহিত্য পত্রিকা "সময়ের সাহিত্যকণ্ঠ" পত্রিকার প্রচার ও প্রসারে টাঙ্গাইল জেলার বিভিন্ন সাহিত্যাঙ্গনে তার অবাধ বিচরণ।

কবি আযাদ কামালের কবিতায় মা-মাটি-প্রকৃতি

-মানুষ-জীবনবোধ ও সম-সাময়িক বাস্তব চিত্র চমৎকার ভাবে প্রতিফলিত হয়। আধুনিক কবিতার আবহে তিনি কবিতা  লিখলেও তাঁর লেখা কবিতা প্রাঞ্জল ও অনুভূতিপ্রবণ। "টাঙ্গাইল জেলা কবিধাম"-এই কথাটি সর্বজন স্বীকৃত। "সময়ের সাহিত্যকণ্ঠ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার কবি- সাহিত্যিকদের সংগঠিত করার বেপারে দৃঢ় প্রতিজ্ঞ। আর একারণে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় যে কোনো সাহিত্য অনুষ্ঠানে তার উপস্থিতিও লক্ষনীয়। সময়ের সাহিত্যকণ্ঠ পত্রিকায় টাঙ্গাইল জেলার কবিদের নিয়মিত কবিতা প্রকাশ করে কবি-সাহিত্যিকদের প্রতিভা বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কবি ও পাঠকদের অনুপ্ররেণা জোগায়।

তিনি বিশ্বাস করেন, কবিতা শুধু কাব্যিক অনুভূতি প্রকাশ নয়,বরং এটি মানুষের কবিসুলভ হৃদয় মনন ও বিবেক জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম।


* পারিবারিক তথ্য *


কবি আযাদ কামাল

* জন্ম: ৩ জানুয়ারি ১৯৭৬, ঘাটাইল, টাঙ্গাইল 

* স্ত্রী : রেখা মির্জা (বিএ সম্মানসহ এমএ)

কন্যা : যারীন তাসনিম মুগ্ধ

* পরিবারসহ  বসবাস টাঙ্গাইল জেলা শহর।

শিক্ষা :  বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান)সহ এমএ।

পেশা : অধ্যাপনা।

প্রকাশিত গ্রন্থসমূহ : 

* স্বপ্নের ভেতরে এক স্বপ্ন -২০০৫ (কাব্যগ্রন্থ)

* ঘাসফুল কিংবা শ্রাবণের জল-২০১০ (কাব্যগ্রন্থ)

* মুগ্ধ হাসে ফোকলা দাঁতে- ২০২০ (ছড়াগ্রন্থ)

* ঘাটাইলের কবি ও কবিতা-২০২১ (সম্পাদিত)

* নিরালা মোড়-২০২৪ (কাব্যগ্রন্থ)

* অন্তর্দহন-২০২৫ (কাব্যগ্রন্থ)

* সম্পাদক: অমৃত অন্বেষা (সাহিত্যের ছোট কাগজ)


|| সম্মাননা ||


* 'কবি জীবনানন্দ দাশ স্মৃতি সম্মাননা-২০১৯'

* তরুণ লেখক পর্যায়ে 'টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার-২০২০'

* 'ছায়াবিথী গুণিজন সম্মাননা-২০২৪'

* 'মৃন্ময় লিটল-ম্যাগ সম্মাননা-২০২৫'


|| সম্পৃক্ততা ||


* উপদেষ্টা-সম্পাদক : দৈনিক টাঙ্গাইল সমাচার

* আজীবন সদস্য : সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল

* প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক : ঘাটাইল সাহিত্য পরিষদ, ঘাটাইল

* প্রতিষ্ঠাতা আহবায়ক : এলেঙ্গা সাহিত্য সংসদ, এলেঙ্গা, কালিহাতী 

* সহ-সম্পাদক : টাঙ্গাইল সাহিত্য সংসদ

* উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য : সিংগুরিয়া মহিলা বিএম কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল

* সহ-সম্পাদক : টাঙ্গাইল সাহিত্য সংসদ

* সভাপতি : বায়তুল আমান জামে মসজিদ, দেউলাবাড়ি, ঘাটাইল, টাঙ্গাইল।

Post a Comment

Previous Post Next Post