Top News

তেতুলিয়া রণচণ্ডী গোয়াবাড়ী গলায় মধ্যে খাবার আটকে শিশুর মর্মান্তিক মৃত্যুDaily bogra

 


খাদেমুল ইসলাম,  পঞ্চগড় জেলা  প্রতিনিধি: 

পঞ্চগড়ের তেতুলিয়া রণচণ্ডী গোয়াবাড়ী গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার( ১ জানুয়ারি) 

দুপুরবেলা রণচণ্ডী,  গোয়াবাড়ী এলাকা এ ঘটনাটি। 

তিনি তেতুলিয়া সদর ইউপির অন্তর্গত রণচণ্ডী  গোয়াবাড়ী বাসিন্দা নুর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাবা-মা শিশু কে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুর গলায় খাবার আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উদ্ধার করে  তেতুলিয়া উপজেলা  হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে  

তেতুলিয়া মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম  ও তেতুলিয়া সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক গলায় খাবার আটকে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া পড়েছে।

তেতুলিয়া খাদেমুল ইসলাম

 01770876995

Post a Comment

Previous Post Next Post