Top News

এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর- এসপি মাহবুবুর রহমান Daily Bogra

 



এম জালাল উদ্দীন,খুলনা:

“এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর” এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

শনিবার (৪ জানুয়ারি) দিঘলিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


সভায় দিঘলিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দৈনন্দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। এসময়ে এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন।


অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Post a Comment

Previous Post Next Post