পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছার কপিলমুনিতে ব্যাপক গণসংযোগ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে কপিলমুনি বাজারের সোনাপট্টি, কাপড়পট্টিসহ আশপাশের বিভিন্ন এলাকায় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য ও পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহম্মদ, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি মাও. আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মাও. আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, হরিঢালি ইউনিয়ন আমীর মাও. আতাউর রহমান, কপিলমুনি ইউনিয়ন সেক্রেটারি রুহুল কুদ্দুস, সাবেক সেক্রেটারি মো. মোস্তফা আল মাদানী, ওয়ার্ড সভাপতি মো. আসাদুল ইসলাম মিলনসহ মো. আসলাম বিশ্বাস, মো. ওবায়দুল ইসলাম, মো. জামাত আলী খাঁন, মো. মাকফার মোড়ল, মাও. আমিনুর রহমান সিরাজী, হাফেজ আরিফ বিল্লাহ, আব্দুল গফুর প্রমুখ।
এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

Post a Comment