Top News

তেতুলিয়ার সীমান্তে আকাশে রহস্যময় আলোর ঝলক ভয়ংকর শব্দে আতঙ্কিত স্থানীয়রাDaily bogra

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি: 

পঞ্চগড়ের তেতুলিয়ার  আকাশে হঠাৎ এক রহস্যময় আলোর ঝলক এতে স্থানীয় বাসিন্দারা    আতঙ্কিত হয়ে পড়েছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর আকাশে উজ্জ্বল একটি আলোর গতিবিধি দেখতে পেয়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয় জেলার বিভিন্ন এলাকায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোটিকে ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

স্থানীয়দের কেউ কেউ আলোটিকে ড্রোন কিংবা অজ্ঞাত কোনো বস্তু হিসেবে আখ্যা দিলেও অনেকের ধারণা এটি ছিল উল্কা।

আবার কয়েকজন দাবি করেছেন, আলোটি যাওয়ার পর বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় তেতুলিয়াসহ পাশাপাশি  পঞ্চগড় সদর 

উপজেলার চাকলাহাট, হাড়িভাসা, সরদাপাড়া, ময়নাগুঁড়ি, দেওয়ানহাট ও মালাদাম, বোদা উপজেলার কালিয়াগঞ্জ এবং তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একই সময় আকাশে আলোটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।


ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারী জেআর জাকির মোহাম্মদ লিখেছেন, তার বাড়ির ওপর দিয়ে সাদা রঙের মিসাইল সদৃশ একটি বস্তু উড়ে গিয়ে বিকট শব্দ সৃষ্টি করে, এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে এমডি রাব্বী শেরে বাংলা পার্কের জুলাই স্তম্ভ এলাকা থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে আলোটি কী হতে পারে- সে প্রশ্ন তোলেন।

বাংলাবান্দা বাসিন্দা জাহাঙ্গির আলম পোষ্ট করেন সীমান্তে  ভারতের  নতুন আবিষ্কার অগ্নি -৫ মিজাইল বেলিষ্টিক ক্ষেপণাস্ত্র পরিক্ষার কাজ করছেন। 

এ বিষয়ে পঞ্চগড়ের বন্যপ্রাণী ও পরিবেশ আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ  বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, এটি উল্কা।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এটি উল্কা ছাড়া অন্য কিছু নয়। তিনি আতঙ্কিত না হয়ে এবং গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post