Top News

তেতুলিয়ায় কৃষক, কৃষাণিদের মাঝে বিনামূল্যে বীজ সার বীজ অন্যান্য উপকরণ বিতরণDaily Bogra

 

প্রণোদনার সার ও বীজ 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

২০২৫-২৬ চলতি অর্থ বছরে কৃষি পুনবার্সন প্রানোদনা  সহায়তার খাতে রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় তেতুলিয়ায়  কৃষক, কৃষাণিদের মাঝে গম  বীজ, সার ও অন্যান্য উপকরণ  বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (২৩ ডিসেম্বর ) বিকালে 

পঞ্চগড় তেতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এসময় পঞ্চগড় গম ও ভুট্রা গবেষণা  ইনস্টিটিউট বিজ্ঞানী কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় কৃষি উপপরিচালকের  অতিরিক্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়,তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু,তেতুলিয়া , উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেতুলিয়া  কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

তেতুলিয়া কৃষি অফিসার সাবরিনা আফরিন জানান,তেতুলিয়া গ্রূপ করে পাঁচজন করে কৃষককে এসব বীজ,সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post