Top News

হাকিমপুরে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতাকর্মীরা | Daily Bogra



গোলাম রব্বানী স্টাফ রিপোর্টার হিলিঃ

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে ধানের শীষের কান্ডারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাকিমপুরে সহকারী রিটার্নিং অফিসারের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন। 

বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, এরফান আলী  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, তাঁতি দলের সভাপতি আব্দুর রউফ,যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল, যুগ্ম আহবায়ক মিন্নুর সজল, ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ  উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ!

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনে মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এছাড়াও এই আসনে দীর্ঘদিন পর আমরা সরাসরি ধানের শীষ প্রতীক পেয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাকিমপুর উপজেলা থেকে প্রথম অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপির নেতা-কর্মী স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন।

গোলাম রববানী হিলি 

স্টাফ রিপোর্টার 

০১৭৭৪১৯৮২৭২

Post a Comment

Previous Post Next Post