Top News

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত | Daily Bogra

 


জাহিদুল ইসলাম(জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মুখর জয়পুরহাট—বিজয় দিবসে দিনব্যাপী কর্মসূচি। যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিনের প্রথম প্রহরে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post