Top News

পঞ্চগড় সীমান্ত এলাকায় ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি | Daily Bogra

 


পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় সীমান্ত এলাকায় ভারতীয় ২৯ বোতল  ফেনসিডিল আটক করেছে  বর্ডার গার্ড বিজিবি । 

রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া  বিওপির বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৪/২ -এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১১হাজার ৬শত টাকা বলে বিজিবি জানায়।

নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে প্রস্তুত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post