Top News

টাঙ্গাইলে শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষালয়ের আয়োজনে মত-বিনিময় সভা ও জেলা আহবায়ক কমিটি গঠন | Daily Bogra

   


বিশ্বজিৎ চক্রবর্তীঃ

সনাতন ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা সহ সনাতন ধর্মীয় গ্রন্থ সঠিক,শুদ্ধ ও নিয়মতান্ত্রিক ভাবে পঠন-পাঠন ও শিক্ষা লাভের লক্ষ্যে টাঙ্গাইলে মত বিনিময় সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ) বিকেলে টাঙ্গাইলের প্যারাডাইস পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে বাসুদেব শীলের সভাপতিত্বে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের সমন্বয়ে মত-বিনিময় সভা ও সকলের মতামতের ভিত্তিতে টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।


টাঙ্গাইল জেলা আহবায়ক কমিটিতে কবি বাসুদেব শীলকে আহবায়ক ও কবি নিরঞ্জন ভৌমিককে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন নিশ্চিত করা হয়।

আহবায়ক : বাসুদেব শীল (কালিহাতী), সিনিয়র যুগ্ম আহবায়ক : ভবেশ মুকুট পাল (টাঙ্গাইল), যুগ্ম আহবায়ক : বিশ্বজিৎ চক্রবর্তী (গোপালপুর), যুগ্ম আহবায়ক : দশরথ বিশ্বাস (নাগরপুর), যুগ্ম আহবায়ক : নিত্যানন্দ সরকার (মির্জাপুর), যুগ্ম আহবায়ক : অরুণ জ্যোতি সান্যাল বাপ্পী (ঘাটাইল), সদস্য সচিব : নিরঞ্জন ভৌমিক (টাঙ্গাইল), সম্মানিত সদস্য বৃন্দ : মনমথ গোশ্বামী (টাঙ্গাইল), হিমাদ্রি কুমার চন্দ (গোপালপুর), সুনিল চক্রবর্তী (ভূঞাপুর), জিয়ন্ত চন্দ্র বর্মন (সখিপুর), শুভজিৎ ভৌমিক (ধনবাড়ী), নারায়ন চন্দ্র সূত্রধর (দেলদুয়ার), অমূল্য মোহন দাস (টাঙ্গাইল), সুশান্ত কুমার পাল (কালিহাতী), বিনয় ঘোষাল (বাসাইল)

উপদেষ্টা মন্ডলী: বাবু শ্যামল হোড়, উদয় লাল গৌড়, ড. পিনাকী দে, সুরেশ চন্দ্র রায় (দীপক), শিবানী দাস।

মত-বিনিময় ও জেলা কমিটি গঠন প্রক্রিয়া শেষে আগামী ৯ জানুয়ারী-২০২৬ তারিখ টাঙ্গাইল উচ্চ বালিকা বিদ্যালয়ে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ক বিভাগ,ষষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা খ বিভাগ, ৯ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত শিক্ষার্থীরা গ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পযর্ন্ত উক্ত পরীক্ষা চলমান থাকবে।

Post a Comment

Previous Post Next Post