Top News

তেতুলিয়ায় আন্তর্জাতিক অভিবাসি দিবস ও প্রবাসী দিবস উদযাপিত

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেতুলিয়া আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে  বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে  তেতুলিয়া মিলনায়তনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়েছে 

। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া উপজেলা পরিষদ এর  সামনে থেকে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তেতুলিয়া মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। 

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৈধ পন্থায় বিদেশ গমন করতে হবে এবং বৈধ পথে প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে সচেতন জনগোষ্ঠিকে জনমত তৈরী করতে হবে।

বক্তারা আরো বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। তবেই উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত হবে, রেমিটেন্সও বৃদ্ধি পাবে। প্রবাস গমনেচ্ছুক ব্যক্তিদের জন্যে সরকার টিটিসিসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে।

  সেসময়ে  উপস্থিত ছিলেন তেতুলিয়া, আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেতুলিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা করুণ কান্ত রায়,তেতুলিয়া তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেতুলিয়া  উপজেলা এনসিপি নেতা মোঃ হরযত আলী তেতুলিয়া জামাতের নেতা মোঃ জাহাঙ্গির আলম,প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post