জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নির্বাচনী জনসংযোগ ও ফটকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় রাষ্ট্রায়ত্ত জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল, চিনিকল ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল চিনিকল ইউনিটের সভাপতি ও জেলা সহ-সভাপতি আইয়ুব আলী এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা বিএনপি নেতা আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট চিনিকল শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চিনিকলের বিভিন্ন বিভাগের শ্রমিক–কর্মচারীরা।
সভায় বক্তারা চিনিকলের কর্মপরিবেশ, শ্রমিক–কর্মচারীদের সাংগঠনিক দাবি এবং প্রতিষ্ঠানের নানামুখী সমস্যার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
শ্রমিক–কর্মচারীদের উদ্দেশে মাসুদ রানা প্রধান বলেন,
“আগামীতে এমপি নির্বাচিত হলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আধুনিকায়ন ও লাভজনক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, বেকার তরুণদের জন্য চাকরি সৃষ্টি, জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শিক্ষা–স্বাস্থ্য খাতের উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং সন্ত্রাস–মাদকমুক্ত আধুনিক জয়পুরহাট গড়তে তাঁর পরিকল্পিত কর্মসূচি রয়েছে।
পরবর্তীতে জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থী মাসুদ রানা প্রধান শ্রমিক–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের কাজের পরিবেশ ও অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। পুরো অনুষ্ঠানজুড়ে শ্রমিকদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

Post a Comment