Top News

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানাDaily Bogra

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভা এলাকার দুইটি নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পৌরসভার সরল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মীর নিরাপদ পানি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং নুর ইসলাম গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পেশকার মোঃ আনিসুর রহমান ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post