ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে নিখোঁজের তিন দিন পর নুরুল ইসলাম তালুকদার (৬০) নামের এক বৃদ্ধের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। নিতহ নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের বাসিন্দা। ঘটনা স্থালের সীমানা জটিলতা নিরসনের ৪ ঘন্টর পর নিহত বৃদ্ধের লাশ শেরপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহতের ছেলে ইমদাদুল হক মিলন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হয়ে যান । এরপর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে বাড়ির অদুরে ধান ক্ষেতে তার বাবার পড়ে থাকা লাশ দেখে স্থানীয়রা ধুনট থানায় খবর দেয়।
ধুনট থানার এস আই অমিত হাসান জানান ,খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রস্তত করি। বৃদ্ধ নুরুল ইসলামের লাশের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তিনি জানান, ঘটনাস্থল ধুনট ও শেরপুর থানার সীমানা বর্তী এলাকা হওয়ায় সীমানা জটিলতা দেখা দেয়। পরবর্তী মথুরাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগীতা নেওয়া হয়। এরপর নুরুল ইসলামের পড়ে থাকা লাশের স্থানটি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ানের লাঙ্গলমোড়া মৌজা নিশ্চিত হওয়ায় অন্তত ৪ ঘন্টা পর নুরুল ইসলামের লাশ শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নুরুল ইসরামের স্ত্রী হাসিনা বেগমের অভিযোগ, বেশ কিছু দিন ধরে জমি জমা নিয়ে তার স্বামীর চাচাত ভাই নাজি উদ্দিন ও ইসমাইল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেছেন।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি। তবে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবীব শাহরীন বলেন, ঘটনাটি শুনেছি । ছুটিতে থাকার কারনে বিস্তারিত জানাতে পারছি না।
গিয়াস উদ্দিন টিক্কা
ধুনট, বগুড়া
২২/১১/২০২৫
০১৭১১-৯৬২২৩৮

Post a Comment