আলী মুর্তজা সরকারঃ
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আশরাফুল ইসলাম, তথ্য আপা সহ আরও অনেক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মেয়েদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে মেয়েদের এগিয়ে যাও সম্পর্কে করনীয় বিষয়ক আলোচনা করা হয়েছে। র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আলী মুর্তজা সরকার
হিলি, দিনাজপুর প্রতিনিধি
Post a Comment