আলী মুর্তজা সরকার হিলিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী অভিযানে সুরুজ আলী (৩২) মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে। ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ সুজা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক মাদকসেবি সুরুজ আলী কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামি হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ চন্ডিপুর (জোলাপাড়া) এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে সুরুজ আলী।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন জানান, আটক সুরুজ আলী দীর্ঘ দিন থেকে ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ বিভিন্ন মাদকসেবন করে আসছে। আজ বিকেলে ট্যাপেন্ডাল ট্যাবলেট সেবন করে সে তার নিজ মা এর সাথে বিরক্তিকর আচরণ ও গালাগালি করে এবং হাঁড়িপাতিল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করায়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মতে আটক আসামীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড প্রদান অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক আসামী পুলিশ হেফাজতে রয়েছে।
আলী মুর্তজা সরকার
হিলি, দিনাজপুর প্রতিনিধি
Post a Comment