Top News

পাঁচবিবির উচনা সীমান্তে গ্রিল কেটে দূর্ধষ চুরি | Daily Bogra


জয়নাল আবেদীন জয়, নিজস্ব প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে আবারও বাড়ির লোকজনকে চেতনা নাশকে অজ্ঞান করে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে।

 উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়ীতে চুরির ঘটনাটি ঘটে। চোরচক্র এসময় ৪ ভরি স্বর্নলংকার, নগদ  টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পরে। চোর চক্র রাতের কোন এক সময় জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দূল সহ ৪'ভরি স্বর্ণ ও নগদ ৪ লক্ষ টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। অনেক বেলা পর্যন্ত বাড়ীর লোকজন ঘুম থেকে না জাগলে প্রতিবেশীর ডাকে জাগ্রত হয়। পরে দেখতে পায় ঘরের আসবাব পত্র এলোমেলা ও জানালার গ্রিল কাটা। স্থানীয়দের ধারণা চোরেরা চেতনানাশক স্প্রে করে বাড়ীর লোকজনকে অচেতন করেই চুরি করেছে।

ধরঞ্জী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোঃ লাইজুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post