ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ৪ অক্টোবর দুপুর ২ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অফিস কক্ষের ভিতরে থাকা একটি বসার সোফা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জানালা দিয়ে অফিস কক্ষের ভিতরে ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হামিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় নথিপত্রের কোন ক্ষয়ক্ষতি হইনি।
তাং, ০৪-১০-২৫ ইং
ধুনট বগুড়া প্রতিনিধি।
ফোন, ০১৭১৭১২৭৬৯৫।
Post a Comment