Top News

কৃষি জমির মাটি ভাটায় বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানাDailyBogra



মোঃ তারেক রহমান,

 সিরাজগঞ্জ প্রতিনিধি:


 সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মুশফিকুর রহমান।


আজ সোমবার ১৯শে জানুয়ারি দুপুরে উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় কৃষি জমির মাটি কেটে গভীর খাদে পরিনত করে মাটি উত্তোলন করা অবস্থায় ১ ভেকু মেশিন, কয়েকটি ড্রাম ট্রাক ও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করার দায়ে স্থানীয় জুলমত হোসেনের ছেলে শাহালম কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।


এসময় শাহজাদপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সাথে উপস্থিত ছিল। তথ্যটি নিশ্চিত করেছেন ভুমি অফিসের পেশকার মোঃ গোলাম কিবরিয়া।


এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি শাহজাদপুর উপজেলার কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার মশিপুর গ্রামের একটি কৃষি জমির মাটি কাটা অবস্থায় মেশিন ট্রাক ও বেশকয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমির মাটি কাটার দায়ে স্থানীয় মাটি ব্যবসায়ী শাহালম হোসেনকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Post a Comment

Previous Post Next Post