Top News

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকতDailyBogra

 


মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ আসনে (রাজাপুর–কাঠালিয়া) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করা আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।


এর আগে গত ৩ জানুয়ারি প্রার্থীতা বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ১ শতাংশ ভোটারের সমর্থনে দাখিল করা স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে—এমন তথ্য উল্লেখ করে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নিজেই নির্বাচন কমিশনে আপিল করেন।


নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রার্থীতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে গোলাম আজম সৈকত বলেন, তার বিরুদ্ধে ভোটারদের সমর্থনসংক্রান্ত স্বাক্ষর নিয়ে যে অভিযোগ আনা হয়েছিল, তা সঠিক ছিল না। তিনি জানান, আপিলের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন।


গোলাম আজম সৈকত আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও ভোট পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।


উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।


মোঃ মাহিন খান

ঝালকাঠি প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post