জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি সোনার দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। গত (৩ জানুয়ারি) ভোরে স্টেশন রোডে অবস্থিত মণ্ডল জুয়েলার্স নামের ওই দোকানে ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, ভোর ৪টার দিকে কয়েকজন ডাকাত একটি মাইক্রোবাসে দোকানের সামনে আসে। তারা বাজারের নাইটগার্ডকে বেঁধে রাখে এবং দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্ধুকের তালা ভেঙে ৩৫ ভরি সোনা ও নগদ ৬ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: রনি প্রামানিক পিতা: মৃত্যু আব্দুর রাজ্জাক (ওরফে নামাজ আলী) গ্রাম: উওর আলাইপুর, থানা: নাটোর সদর, জেলা: নাটোর মো সাহেদুর রহমান সুমন পিতা: মৃত্যু মনসুর আলী গ্রাম: উওর বড় গাছা, থানা: নাটোর সদর, জেলা: নাটোর মো ইউসুফ প্রামানিক পিতা: মফিজ উদ্দিন প্রামানিক গ্রাম: বিল দহর, থানা: সিংড়া, জেলা: নাটোর৷

Post a Comment