Top News

জয়পুরহাট সুগার মিলসে্ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলDailyBogra

 



মোঃ জাহিদুল ইসলাম,

জয়পুরহাট জেলা প্রতিনিধি


জয়পুরহাট চিনিকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতার এবং সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. মাসুদ রানা প্রধান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ শুভ্র, কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

এছাড়াও উপস্থিত ছিলেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট চিনিকল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম আমিনী।

Post a Comment

Previous Post Next Post