Top News

জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকা উদ্বোধনDailyBogra

 


মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি:

১৪ জানুয়ারি ২০২৬

জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত।  প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তি এখন অনিবার্য। বিদ্যালয় পর্যায় থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার আধুনিকায়ন থেমে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী,

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন,

জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার,

জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।

বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। শিশুদের সৃজনশীলতা বিকাশ, শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষাংশে গণভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গণসচেতনতামূলক প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক ও অভিভাবকদের নাগরিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং  বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।

Post a Comment

Previous Post Next Post