Top News

কিশোরগঞ্জ -২ আসনের খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার | Daily Bogra

 


মোঃ জজ মিয়া 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কটিয়াদী–পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহরিয়ার জামান রানা তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হওয়ায় জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিস এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে শাহরিয়ার জামান রানা বলেন, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোঃ জজ মিয়া 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মোবাইল,০১৭১১৩৯৯৫১৭।

Post a Comment

Previous Post Next Post