Top News

জয়পুরহাটে ৪৯ মণ গুড় আর ৮৩ মণ চাল নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব


 


জয়পুরহাট : বাংলা বর্ষের অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে প্রতি বছরের ন্যায় এবারও জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া তরিকার পীরের মাজারে নবান্ন উৎসবের আয়োজন করেছেন পীর ভক্তরা। আগের দিন থেকেই চলছে তাদের নবান্ন উৎসবের প্রস্তুতি। নবান্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আয়োজনের কারণে বিশেষ পরিচিতি লাভ করেছে বেগুনগ্রামের এই আস্তানা। একদিন ব্যাপী চলা এ নবান্ন উৎসব চলবে মধ্যরাত পর্যন্ত।

মাজারের ভান্ডার খানার তথ্য মতে, ক্ষীর রান্নার প্রধান উপকরণ চাল, গুড়, দুধ ও নারকেল। ক্ষীর রাখার জন্য তৈরি করা হয়েছে বিশাল দুটি হাউস। ক্ষীর রান্নার কাজে সহযোগিতার জন্য ৩০০ জন ভক্ত স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post