Top News

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ | Daily Bogra


আলী মুর্তজা সরকার হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাস্তার পাশে চাতালের বারন্দায় পরে থাকা (৫৫) উর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে হিলি বাজারের গোডাউন মোড় থেকে চুড়িপট্টি যাওয়ার পথে গণেশ বাবুর চাতালের পূর্ব পাশে হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর চাতালের বারন্দায় পরিত্যক্ত অবস্থায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর  এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক। 

স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড়, এবং আশ পাশের এলাকায় ঘুরাফেরা।স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি হিসেবে অনেই চেনে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক বলেন, আজ দুপুরের দিকে খবর পাই জনৈক গণেশ বাবুর চাতালের পাশে মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে এসআই সুজা মিয়া সহ পুলিশের চৌকস দল পাঠিয়ে দেয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের দাগ বা চিহ্ন দেখা যায় নাই। ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। তাই আমরা ইউডি মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মৃতব্যক্তির স্বজনদের পাওয়া না গেলে তার সৎ কাজের জন্য মফিজুল কে দেওয়া হবে। 

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post