ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম জানান, পারলক্ষীপুর মৌজার ৪০ শতক জমি আমরা বংশানুক্রমে তিন পুরুষের আমল থেকে ভোগ দখল করে আসছি। কিন্তু একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ফারুক হোসেন, ওমর আলী ও সোহেল রানা অবৈধভাবে ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে আসছিল। বিষয়টি নিয়ে গত ১ অক্টোবর ধুনট থানায় একটি সালিসি বৈঠক বসে। সালিসি বৈঠকে ফারুক হোসেন জমির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ তাকে জমি দখল করতে বারণ করেন এবং আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান দেন। সালিসি বৈঠকের পরদিন বৃহস্পতিবার শহিদুল ইসলাম সুলতানহাটা এলাকায় তার জমি থেকে ঘাস আনতে গেলে ফারুক হোসেন আরও ১০/১২ জন সহযোগীদের নিয়ে শহিদুলকে মারধর করতে থাকে। এসময় শহিদুলের স্ত্রী বন্যা আক্তার, ছেলে হাসান আলী, হোসেন আলী ও ছোট ভাই রফিকুল ইসলাম এগিয়ে গেলে তাদেরকে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। আহতদের আইনী পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাং, ০৩-১০-২৫ ইং
ধুনট বগুড়া প্রতিনিধি।
ফোন, ০১৭১৭১২৭৬৯৫।
Post a Comment