Top News

ধুনটে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর, মহিলাসহ আহত ৫ | Daily Bogra

 


‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছে। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

‎ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর সকালে উপজেলার বিলচাপড়ী গ্রামে।

‎আহতরা হলেন ওই গ্রামের মৃত শরাফত উল্লাহ আকন্দের ছেলে আব্দুল্লাহ আকন্দ (৬০), তার স্ত্রী মল্লিকা খাতুন (৫৫), মেয়ে আলেয়া খাতুন (৩৪), ছেলে আব্দুল মোত্তালিব (২৮) এবং পুত্রবধূ শাম্মী আক্তার (২২)। তারা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আকন্দকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত আব্দুল ওয়াহেদের ছেলে সাইফুল ইসলাম ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২৩ অক্টোবর সকাল ৮টার দিকে সাইফুল ইসলাম, আব্দুর রউফ, নজরুল ইসলাম, আব্দুল করিম, আপেল, আব্দুল মাজেদ, সোহেল, জরিনা খাতুন, আন্না খাতুন, সুফিয়া খাতুন, জেসমিন খাতুন, তাসলিমা খাতুন ও সানোয়ারা খাতুনসহ মোট ১৩ জন দেশীয় অস্ত্র হাতে দলবদ্ধভাবে আব্দুল্লাহ আকন্দের বাড়িতে হামলা চালায়।

‎হামলাকারীরা বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং আব্দুল্লাহ আকন্দের ছেলের কাছ থেকে ব্যবসায়িক নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

‎ঘটনার পর গত ২৫ অক্টোবর রাতে আহত মল্লিকা খাতুন বাদী হয়ে সাইফুল ইসলাম (৫৫) সহ মোট ১৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

‎অভিযুক্ত সাইফুল ইসলাম ও আব্দুর রউফ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ক্রয়কৃত সম্পত্তি তারা জোরপূর্বক দখল করে রেখেছিল। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি বুঝে নিয়েছি। কোনো মারধর করিনি, বরং তারা নিজেরাই আঘাতপ্রাপ্ত হওয়ার ভান করে মিথ্যা মামলা করেছে আমাদের আর্থিক ক্ষতির উদ্দেশ্যে।”

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “মারপিটের ঘটনায় মল্লিকা খাতুন নামে এক নারী ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

Previous Post Next Post