Top News

হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ | Daily Bogra

 


গোলাম রব্বানী স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৭২৭ জন উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি (অক্টোবর) মাসের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বোয়ালদাড় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নাজিমুল হোসেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বোয়ালদাড় ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচির ৭২৭ জন উপকারভোগীদের মাঝে চলতি অক্টোবর মাসের চাল বিতরণ করা হয়। কর্মসূচির চাল পেয়ে খুশি গ্রামীণ দুস্থ নারীরা। 

চাল নিতে আসা একজন নারী বলেন, আমরা গরীব মানুষ। স্বামীর আয়ে কোন রকম সংসার চলে যায়। তাই বর্তমান সরকারের এই কর্মসূচির আওতায় চাল পেয়ে আমরা খুবই খুশি। 

এ সময় তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউপি সচিব, ইউপি সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, আক্তার হোসেন বাবু, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুন সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসেন বলেন, বর্তমান সরকারের ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ৭২৭ জন উপকারভোগী রয়েছেন। 

তিনি বলেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের পরামর্শে সারাদিন ব্যাপি সুন্দর ও সুষ্ঠ পরিবেশে এসব চাল বিতরণ করা হয়েছে।

গোলাম রববানী 

স্টাফ রিপোর্টার  

০১৭৭৪১৯৮২৭২

Post a Comment

Previous Post Next Post