Top News

হিলিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা | Daily Bogra


আলী মুর্তজা সরকার হিলিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে হিলি বাজারস্থ গোডাউন মোড়ে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে গোডাউন মোড়ে এসে শেষ হয়। 

হাকিমপুর উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম এর সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হজরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহবায়ক আরমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ এর বিজয় সুনিশ্চিত করতে যুবদলের প্রতিটি নেতা কর্মীদের অগ্রনি ভূমিকা পালন করতে। কেন্দ্রীয় দিকনির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। 

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post