উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ ও সান্তাহার জংশন এলাকায় রাত্রিকালীন অপরাধ প্রতিরোধ এবং সড়কে ছিনতাই প্রতিরোধে নওগাঁ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, সান্তাহার রেলওয়ে পুলিশ এবং বগুড়া জেলার আদমদিঘী থানার যৌথ মহড়া শুরু হয়েছে।
অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে ভোর রাতে ট্রেনের যাত্রীরা নওগাঁ শহরে অথবা বগুড়ার আদমদিঘির যাওয়ার পথে সিএনজি বা রিক্সায় ছিনতাই এর শিকার হয়। পুলিশ সুপার ওই সমস্ত অপরাধ স্পট গুলি ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
একই সাথে সান্তাহার থেকে নওগাঁ যাওয়ার পথে ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা বলেন। অপরাধীকে ভয় পাবেন না, অপরাধ প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। সড়কে যেকোনো ধরনের অপরাধ ঘটলে নিকটবর্তী থানায় অভিযোগ করুন।
দ্রুত ট্রিপল নাইন( ৯৯৯) অথবা নওগাঁ জেলার পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন (+880 1320-124498)।
নওগাঁ জেলা পুলিশ আপনার পাশেই আছে, আমরা চেষ্টা করছি। অপরাধ প্রতিরোধে পুলিশকে সাহায্য করুন।
নওগাঁ #

Post a Comment