Top News

পাইকগাছায় গণভোট বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের ব্রিফিং অনুষ্ঠিত | Daily Bogra


পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছায় মাঠপর্যায়ের কর্মীদের নিয়ে সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং মেডিকেল অফিসার অর্পণ রায়সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনে গণভোটের গুরুত্ব, ভোট প্রদান প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মাঠপর্যায়ের কর্মীদের গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং পরবর্তী সময়ে মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ লিফলেট সরবরাহ করা হয়।

এছাড়াও উপজেলার সোলাদানা, গড়ইখালী ও দেলুটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গণভোট বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গদাইপুর ও লতা ইউনিয়নসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২০২৬ বিষয়ে সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Post a Comment

Previous Post Next Post