পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ ডিসেম্বর) বিকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মীকে রাত-দিন নিরলসভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।
কপিলমুনি ইউনিয়ন জামায়াতের নেতা মোঃ আজিবর রহমান সানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা মোস্তফা আল মাদানী, মোঃ ওমর আলী, মোঃ জাকির হোসেন, মোঃ জামাল হোসেন, মাওলানা আছির উদ্দীন, গাজী রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Post a Comment