Top News

ধর্মপাশায় ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা কমিটি গঠন

 



মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের ধর্মপাশায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আব্দুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৫–২০২৬ সেশনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুহাম্মদ আব্দুল হক সভাপতি এবং মুহাম্মদ জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ শামসুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২৬.১২.২০২৫

Post a Comment

Previous Post Next Post