খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেতুলিয়া ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান কর্মসূচি'র আওতায় উপকরণ বিতরন করা হয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর বিকালে তেতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তেতুলিয়া "ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান কর্মসূচি'র আওতায় উপকরণ বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ,পঞ্চগড় সমাজ সেবা অফিসের সহকারী পরিচারক গোলাম ফারুক,রংপুর অতিরিক্ত পরিচালক হেলাল উদ্দিন ভুইঞা
জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিন্দ্য কুমার রায়,
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু তেতুলিয়া উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা.)আবু তাহের সহ আরো অনেকে।উপকার ভোগী তারা হলো
বাংলাবান্দা ফুটকিবাড়ী উপকারভোগীর হাজেরা খাতুন, দেবনগর মাগুমারী গিয়াজ উদ্দিন, দেবনগর দেবুপাড়া নুরুল ইসলাম, বুড়াবুড়ি,ইউনিয়ন বুড়াবুড়ি গ্রামের আবু হাসান এবং শালবাহান গুচ্ছ গ্রামের খতেজা, ভজনপুর বগুলাহাগী রিয়াজুল ইসলাম, ভজনপুর ভেলুপাড়া মোছাঃ মশিরন, দেবনগর বাংলা চণ্ডী মো নোসিম উদ্দিনসহ মোট ১০ জনকে।তাদের প্রত্যেকে মালামাল সহ ৫টি দোকান ঘর ও ব্যাটারি চালিত ভ্যানগাড়ি প্রদান করেন।

Post a Comment