মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আলী হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম সালমান আহমদ সুজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি ২০২৫–২০২৬ সেশনের জন্য জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মুহাম্মদ আলী হোসেন সভাপতি এবং মুহাম্মদ আব্দুস সোবহান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ইসলামী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
২৬.১২.২০২৫

Post a Comment