জাহিদুল ইসলাম (জাহিদ),জয়পুরহাট:
জয়পুরহাটের কালাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল বারীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।
সোমবার ( ২৪ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে যাত্রীছাউনির সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী।
এসময় ডিসি আব্দুল বারী বলেন,বিএনপি সরকার গঠন করতে সকলকে ঐকবদ্ধ থাকতে হবে।আমি আমার স্ত্রীর কোন চাওয়া পাওয়া নেই বাকিটা জীবন আমরা আপনাদের সেবায় কাটিয়ে দিতে চাই।দয়াকরে আপনারা গুজবে কান না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে কালাই,ক্ষেতলাল, আক্কেলপুরবাসী সহ সকলের সেবা করা সুযোগ করে দিবেন।
এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি গোলজার হোসেন,জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ অনেকেই।এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment