Top News

জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল, তারা কি পারবে জনগণের দাবি পূরণ করতে?

 


মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার :

একটি রাজনৈতিক দলের প্রথম দরকার দলীয় গঠনতন্ত্র তারপর দরকার দলীয় ইশতেহার। আমরা বিগত সময়ে অনেক দলের ইশতেহার দেখেছি। তাদের ইশতেহারের মধ‍্যে দশভাগ ইশতেহার ও বাস্তবায়ন করতে পারেনি। শুধুমাত্র তাদের দলের দলীয় নেতাকর্মীদের অসভ‍্যতার জন‍্য। তারা নিজেরাই ভোগ করেছে অনেক কিছু। যার ফলে সাধারণ জনগণের আর কোনো কল‍্যাণে আসতে পারেনি। সেই সকল গুলো। এবং অনেক দলকে দেখেছি। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে বারবার। যা ছিল সবই জনগণের ভ‍্যাট ট‍্যাক্সের টাকা। কিন্তু জনগণের শুধু রাস্তা পাকা কালভার্ট ব্রীজ করতে দেখেছি। তাও ছিল জনগণের টাকা। কিন্তু জনগণের কর্মসংস্থানের ব‍্যবস্থা করেনি কোনো সরকার। এছাড়া সরকারের নিজস্ব কোনো আয় রোজগার নেই। সবই জনগণের টাকা আর বিদেশী ঋণ নির্ভর সরকার গুলো এর মধ‍্য থেকেও করেছে চরম দুর্নীতি। 


এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ‍্যে জাতীয় নির্বাচনে অংশ নেবার জন‍্য প্রস্তুতি নিচ্ছে। দলীয় মনোনয়ন ফরম বিক্রি এবং যাছাই বাছাই চলছে। কথা থাকে যে, এনসিপি কি পারবে জনগণের জন‍্য কাজ করতে? এনসিপি র উদ্দেশ্য কি? একটি নতুন রাজনৈতিক হিসাবে জনগণ শাপলা কলি মার্কায় কেন ভোট দিবে? কোন্ বিশ্বাসই বা ভোট দেবে? এমন প্রশ্ন কিন্তু এখন সবার মুখে মুখে।


তবে এনসিপি এরই মধ‍্যে প্রায় পনেরো মনোনয়ন ফরম বিক্রি করেছে। তিনশ আসনে এককভাবে  প্রার্থী দেবার ঘোষণাও এসেছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে। বেশকিছু দলের সাথে জোট হতেও পারে। তবে বিএনপি জামায়াত ছাড়া। এরকম বিষয় সামনে দেখা যাবে। তবে আজকের লেখাটি মূলত এনসিপিকে নিয়ে। এনসিপির আহবায়কসহ উচ্চ পর্যায়ের নেতাদের কাছে প্রশ্ন তারা কি পারবে। দেশের সুবিধাবঞ্চিত জনগণের মুখে হাসি ফুটাতে? 


কথা থাকে যে, দেশের ৬০% সুবিধাবঞ্চিত জনগণের আসলে সরকারের কাছে তাদের চাওয়া পাওয়া কি? যদিও আমি এরকম বিষয় নিয়ে ২০১৪ সাল থেকেই একটানা লেখালেখি করে আসছি। 

১. সরকারি কর্মকর্তাদের ঘুষ নীতি বন্ধ করতে হবে এবং ঘুষ দিয়ে সরকারি চাকরি পাওয়া এরকম তথাকথিত প্রথা বন্ধ করন। ২. সাস্থ্য সেবায় দুর্নীতি দালাল নীতি এবং নকল ঔষধ সরবরাহ বন্ধ করন। ৩. আইন পেশার দুর্নীতি বন্ধ করা এবং মামলা জট কমিয়ে আনতে হবে। এবং বাদী বিবাদী আইনজীবী থাকার নিয়ম চালু করন। ৪. কৃষি ভূর্তকি সরাসরি কৃষকদের হাতে দেয়ার নিয়ম চালু করন। ৫. দেশের সরকারি বেসরকারি শতভাগ ভূমি ব‍্যবহারের মাধ‍্যমে দেশের বেকার এবং ভূমিহীপদের আশ্রয়ন করন।৬. নাগরিক সুবিধা বলতে সকলের জন্য কর্মের ব‍্যবস্থা করন।৭. শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক করন। 

৮. ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানজট নিরসন করন। ৯. নতুন নিয়োগে সরকারি চাকরি ২০ বছর মেয়াদী করন। ১০. প্রবাসীদের জন্য সেবার মান শতভাগ নিশ্চিত করন। ১১. দেশের তরুণ প্রজন্মকে মানবসম্পদ উন্নয়ন শিক্ষা প্রদান করন। 

এরকম অসংখ্য কাজ করতে সবসময় সক্ষম থাকা সরকারের সাথে জনগণ থাকবে আজীবন।( চলবে)


অথই নূরুল আমিন

কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক 

কোটা সংস্কার আন্দোলন সমর্থিত লেখক।

Post a Comment

Previous Post Next Post